আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসনে পুঠিয়া-দূর্গাপুরের কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ দারা মনোনয়ন উত্তোলন করেছেন।
গতকাল রবিবার (১৯ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন (৫৬) রাজশাহী-৫ পুঠিয়া দূর্গাপুর আসনের দলীয় মনোনয়ন ফর্ম উত্তোলন করেন পুঠিয়া দুর্গাপুরের গণমানুষের নেতা দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা মনোনয়ন পত্র উত্তোলন করেছেন।
এসময় কেন্দ্রীয়, রাজশাহী জেলা ও পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের বিপুল পরিমাণ নেতা-কর্মী তাঁর সাথে উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।