নিরেন দাস,জয়পুুরহাটঃ জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়রসহ ৩ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হয়েছেন।
বিভিন্ন জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৭ শে জুলাই জয়পুুরহাটের ক্ষেতলালে আসন্ন ক্ষেতলাল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে আসন্ন ক্ষেতলাল পৌর নির্বাচনে ২ জন মেয়র ও ৩ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত দলীয় (নৌকা) প্রতীকের মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন পাশাপাশি ৬ নং ওয়ার্ডের ছাইদুর রহমান ও ৭ ওয়ার্ডের হাবিবুর রহমান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
জয়পুুরহাটের ক্ষেতলাল উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান সাংবাদিকদের জানান,আসন্ন ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন (৭ জুলাই) বৃহস্পতিবার বিকাল ৫ টা পর্যন্ত শেষ তারিখের দিনে এসব মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
তিনি আরও জানান,নির্বাচনী মনোনয়ন প্রত্যাহার করেছেন মেয়র পদে বিদ্রোহী মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম বুলু, স্বতন্ত্র মেয়র প্রার্থী নবীউল ইসলাম চৌধুরী এবং কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডের আসলাম হোসেন, ৬ নং ওয়ার্ডের আজিজার রহমান দেওয়ান, ৭ নং ওয়ার্ডের আব্দুল মতিন আজ বিকেলে তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে ৩০ শে জুন মনোনয়নপত্র বাছাইয়ের দিন কাগজপত্রে ক্রুটি থাকায় আব্দুল হান্নান মিঠুর মেয়র পদে মনোনয়নপত্র বাতিল হয়।
এ নির্বাচনে সাধারণ কাউন্সিলর ১৯ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ায় তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামী ২৭ জুলাই শুধুমাত্র ক্ষেতলাল পৌরসভার ৭ টি ওয়ার্ডে কাউন্সিলর এবং ৯ টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে তিনি বলে তিনি জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।