তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: আসন্ন ইউপি নির্বাচনে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আ’লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ৬৭ জন। এই উপজেলায় গত ৩১ অক্টোবর থেকে মনোনয়ন ফরম বিতরন ও জমা নেওয়া শুরু হয়।
২ নভেম্বর রাত পর্যন্ত ফরম জমা নেওয়া হবে বলে আ’লীগের দলীয় সূত্রে জানা যায়। উপজেলায় ইউনিয়ন রয়েছে ১০টি। মোট ভোটার রয়েছে ১ লক্ষ ৮৯ হাজার ৩৮১।
এর মধ্যে দাদপুর ইউনিয়নে ১৮ হাজার ৯৮, ঘোষপুর ১৭ হাজার ১৪, সাতৈর ২১ হাজার, ৪৬, বোয়ালমারী সদর ৭ হাজার ৩৯৩, চতুল ১৬ হাজার, ১৮০, পরমেশ্বদী ১৫ হাজার ৪২১, শেখর ১৯ হাজার ৯৯৮, ময়না ২০ হাজার, ৪৯৩, গুনবহা ১৭ হাজার ১৪৫, রুপাপাত ১৬ হাজার ৫৯৩।
মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঘোষপুর থেকে ৯ জন, সাতৈর ৬ জন, দাদপুর ৬ জন, ময়না ৯ জন, বোয়ালমারী ৫ জন, গুনবহা ৬ জন, চতুল ৩ জন, পরমেশ্বদী ৮ জন, রুপাপাত ১০ জন, শেখর ৪ জন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।