শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে কায়েতপাড়া ইউপি নির্বাচন বর্জন করলেন বিএনপি পন্থী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এড. গোলজার হোসেন দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জন করেছে বিএনপিপন্থী স্বতন্ত্র প্রার্থী এড. গোলজার হোসেন। অনিয়মের অভিযোগ,
কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, সমর্থকদের মারধর করার অভিযোগ এনে বৃহস্পতিবার সকাল ১০ টায় তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ নির্বাচন বর্জনের ঘোষনা দেন। এসময় গোলজার হোসেন জানান নির্বাচনে কোন কেন্দ্রে তাকে এজেন্ট দিতে দেয়া হয়নি।
নেতাকর্মীদের এলাকা থেকে বের করে দেয়া হয়েছে। এছাড়া অনেক নেতাকর্মীকে মারধর ও বাড়িঘরে হামলার অভিযোগ আনেন নৌকা প্রতিকের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের বিরুদ্ধে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।