ফরিদপুরের মধুখালী উপজেলার একমাত্র কামালদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতিক নৌকা পেয়েই্ চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুল বাশারের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে ।
২৭ মে শুক্রবার সন্ধ্যায় পাঁচই বাজারে কামালদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড শাখার আয়োজনে ওয়ার্ড আওয়ামীলগের সভাপতি মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম মোসলাতীর স ালনায় ১৫ জুনের নির্বাচনে নৌকা মার্কায় হাবিবুল বাশারের পক্ষে ভোট প্রার্থনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্মসাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ মিয়া, এ্যাড,আলীউজ্জামান খোকন, চেয়ারমান প্রার্থী মোঃ হাবিবুল বাশার,্ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ হিরু মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী আবুল কাশেম দুলাল,সাবেক ব্যাংকার মোঃ হাফিজুর রহমান হাফিজ, আব্দুর রাজ্জাক,যুবলীগ নেতা মোঃ লিয়াকত হোসেন খানসহ প্রমুখ।
২৭ মে নির্বাচনী প্রতিক বরাদ্ধ দেওয়া হয় এবং ১৫ জুন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ।
ইউনিয়নের ভোটার সংখ্যা ১২ হাজার ৬৭৯টি। পুরুষ ৬ হাজার ৪৭৫ এবং মহিলা ৬ হাজার ২০৪টি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।