আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে দিনাজপুর ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্ধ দেন।

উপজেলার ১ নং এলুয়ারী ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুস সালাম প্রামানিক পেয়েছেন (নৌক প্রতিক),স্বতন্ত্র প্রার্থী মাওলানা মো: নবিউল ইসলাম (আনারস), মো: মমতাজুল ইসলাম (মটরসাইকেল)।

২ নং আলাদীপুর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সুকান্ত সরকার শুভ(নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো: মোজাফফার  হোসেন সরকার (আনারস), মো: হাবিবুর রহমান (মটরসাইকেল), মো: নাজমুস সাকিব বাবলু (চশমা)।

৩ নং কাজীহাল ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক বর্তমান চেয়ারম্যান মোঃ মানিক রতন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো: মিজানুর রহমান (আনারস), মো:আশরাফুল ইসলাম(মটরসাইকেল), মো: মিজানুর রহমান(ঘাড়া)।
০৪নং বেতদিঘী ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক বর্তমান চেয়ারম্যান উপাধক্ষ শাহ মো: আব্দুল কুদ্দস (নৌকা),

স্বতন্ত্র প্রার্থী মো: আখেরুজ্জামান (আনারস), মো: মেজবাউল ইসলাম(ঘোড়া)। ৫ নং খয়েরবাড়ী ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ এনামুল হক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো: আবু তাহের মন্ডল (ঘোড়া), মো: মোজাফ্ধসঢ়;ফর হোসেন চৌধুরী (মটর সাইকেল), মো: এনামুল হক গুরু(চশমা), মো: মঞ্জুরুল হক (আনারস)।

৬ নং দৌলতপুর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ মন্ডল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো: সাইফুল ইসলাম (ঘোড়া), ইসলামী আন্দোলন প্রার্থী মো: শফিকুল ইসলাম(হাতপাখা)। ৭ নং শিবনগর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা বর্তমান চেয়ারম্যান মোঃ মামুনুর রহমান চৌধুরী বিপ্লব (নৌকা),

স্বতন্ত্র প্রার্থী মো: ছামেদুল ইসলাম (মটরসাইকেল), মো: হারুনুর রশিদ(ঘোড়া), মো: রফিকুল ইসলাম (আনারস)। এর আগে গত ২নভেম্বর মনোনয়নপত্র দাখিল করেন উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৭জন, এলুয়ারী ইউনিয়নে সংরক্ষিত (মহিলা) ১৩জন,

সাধারণ (পুরুষ) পদে ৩১জন; আলাদীপুর সংরক্ষিত মহিলা-১১জন, পুরুষ ৩৭জন; কাজীহাল সংরক্ষিত মহিলা-৯জন, পুরুষ-৩৮জন; বেতদিঘী সংরক্ষিত মহিলা-১১জন, পুরুষ ২২জন; খয়েরবাড়ী সংরক্ষিত মহিলা -১৪জন, পুরুষ-৩২জন; দৌলতপুর মহিলা ১০জন, পুরুষ-২৫জন ও শিবনগর ইউনিয়নে মহিলা ১৯জন, পুরুষ-৩৪জন প্রার্থী হিসেবে

মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে গত বৃহস্পতিবার ১১ই নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে প্রত্যাহার করেন চেয়ারম্যান পদে একজন, সংরক্ষিত আসনে একজন ও সাধারন পদে পাঁচজন। তারা হলেন দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার করেন আক্তারা পারভিন, শিবনগর ইউপির সংরক্ষিত ৪৫৬ নং ওয়র্ডের শাহানাজ পারভিন,

দৌলতপুর ইউপির সাধারণ পুরুষ পদে শাওন বাবু, এলুয়ারী ইউপির মাহাবুর ইসলাম, আলাদীপুর ইউপির মলিন চন্দ্র, কাজিহাল ইউপির আজগর আলী ও মফিজুর। উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মো: ওয়াজেদ আলী বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের ৬৪টি ভোট কেন্দ্রে, ৩৫৮টি বুথে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে  সাতটি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ২৮১জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ৫৮৭ জন এবং মহিলা ভোটার ৫৬হাজার ৬৯৪জন।