মণিরামপুর প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মণিরামপুর পাবলিক লাইব্রেরির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোটারদের ভোট গ্রহন করা হয়। এতে সহকারী অধ্যাপক নূরুল হক পুনরায় সম্পাদক নির্বাচিত হন।
পাবলিক লাইব্রেরির নির্বাহী সদস্য নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী হোসেন জানান, মোট ২১ জন নির্বাহী সদস্য প্রার্থীর মধ্যে ১৪ জন বিজয়ী হন। ৩২৮ জন ভোটারের মধ্যে ২৮৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। পরে নির্বাহী সদস্যদের সর্ব সম্মতিক্রমে ২০২৩-২০২৫ মেয়াদের জন্য ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী পর্ষদ কমিটি গঠন করা হয়। পদাধিকার বলে এ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার। এ ছাড়া নির্বাচিত অন্যান্যরা হলেন সহসভাপতি অধ্যাপক আব্বাস উদ্দিন, সহকারী অধ্যাপক সাজেদুর রহমান লিটু, সহ সাধারণ সম্পাদক ইঞ্জি. কাজী মাহমুদ পারভেজ শুভ, অর্থ সম্পাদক বিষয়ক প্রভাষক মোস্তাফিজুর রহমান, পাঠাগার সম্পাদক প্রভাষক মামুন-অর-রশিদ জুয়েল, সাহিত্য সম্পাদক সহকারী অধ্যাপক হোসাইন নজরুল হক, সাংস্কৃতি সম্পাদক টি,এম সায়ফুল আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক হাদিউজ্জামান। নির্বাহী সদস্য হলেন অধ্যক্ষ চঞ্চল কুমার ভট্টাচার্য্য, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, প্রভাষক ফিরোজ আহম্মেদ, পৌর কাউন্সিলর সুমন কুমার দাস ও সমাজ সেবক পলাশ ঘোষ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।