মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা অফিসার গৌতম চন্দ্র রায় কর্তৃক গোপালগঞ্জ জেলার সদর উপজেলার ২৮নং উরফি বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে ঢাকা কেন্দ্রীয় ঐক্য পরিষদ এর কর্মসূচি মোতাবেক ৬ই নভেম্বর২০২১ইং দেশব্যাপী সহ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ভান্ডারা ও মডেল সহ
এ উপজেলার অন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন কালোব্যাজ ধারন করে প্রধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদ সহ ৭ দফা দাবি আদায়ের কর্মসূচি পালন করেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্ম্মন বলেন প্রধান শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদ সহ শিক্ষকদের অন্যান্য ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচি পালন করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।