নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, আমরা স্মার্ট আইডি কার্ড ও জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয়হীনদের পরিচয়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। স্মার্ট কার্ড না থাকলে কোনো নাগরিকের নাগরিকত্ব পূর্ণতা পায় না।
স্মাট কার্ড যখন আপনি হাতে পাবেন তখন মনে হবে আপনি পূর্ণ নাগরিক হলেন। আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা হল রুমে স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব তালুকদার এসব কথা বলেন। ১৫০টি প্রতিষ্ঠানে এই স্মার্ট কার্ডের ব্যবহার হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, এই কার্ডে আপনার ২৫টি তথ্য রয়েছে যা আপনার ব্যক্তিগত জীবনের সব জায়গায় কাজে লাগবে।
অনেক রক্তের বিনিময়ে আমাদের এই দেশ। দেশে যাদের পরিচয় নেই, আমরা তাদের এনআইডির আওতায় আনার জন্য ইতোমধ্যে একটি কর্মশালা করেছি। যাদের কোনো পরিচয় নেই, তাদের মানবাধিকারও নেই। মানবাধিকার পেতে হলে তাদের পরিচয় থাকতে হবে। আমরা তাদেরকে পরিচয়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।