২১ জুন বরিশাল জেলার ৫০ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও মেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই লক্ষ্যে ইতিমধ্যে জেলা নির্বাচন কার্যালয় থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনী সামগ্রী পৌছানো শুরু হয়েছে। প্রথমধাপের এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের ১০টি মধ্যে ৯টি উপজেলার ৫০টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে।
বরিশাল সদর উপজেলার ৪ ইউনিয়ন, বাবুগঞ্জের ৪, গৌরনদী ৭, বানারীপাড়া ৭, বাকেরগঞ্জে ১১, হিজলায় ৪, মেহেন্দিগঞ্জে ২, মুলাদীতে ৬ এবং উজিরপুরে ৬ ইউনিয়ন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯ লক্ষ ২০ হাজার ৪৬৩ জন।
এর মধ্যে মহিলা ৪ লাখ ৫২ হাজার ৩৩০ এবং পুরুষ ৪ লাখ ৬৮ হাজার ১৩৩ জন।
এছাড়া বরিশাল জেলার সদর উপজেলার চরবাড়িয়া, মুলাদীর গাছুয়া, বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর এবং গৌরনদীর বাটাজোর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বরিশালের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, ভোট সুষ্ঠভাবে গ্রহণে যা যা পদক্ষেপ নেয়া দরকার সেই কাজগুলো আমরা করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।