কলমকথা ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উপহার গৃহহীন ও ভূমিহীনদের হাতে তুলে দেন। তৃতীয় ধাপে নির্মিত এসব ঘর আধা পাকা। ঘরের সঙ্গে রান্না ঘর ও টয়লেটের ব্যবস্থা রয়েছে। এছাড়া বাড়ির আঙ্গিনায় শাক সবজি চাষ ও হাস,মুরগি পালনের ব্যবস্থা রয়েছে।
এই সময় উপকারভোগীদের দুই শতক জমির ওপর নির্মিত ঘরের দলিল হস্তান্তর করা হয়।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান জানান, প্রত্যেক ঈদে ভূমিহীনদের সেমাই, চিনি বা নতুন বস্ত্র প্রদান করা হয়। কিন্তু এবারের ঈদে ভূমিহীনরা পাচ্ছেন মাথা গোজার স্থায়ী ঠিকানা। ২ শতাংশ জমির মালিকনাসহ নতুন ঘর পাচ্ছেন তারা। যা ঈদ উৎসবে নতুন মাত্রা যোগ হবে।
মণিরামপুর সহকারী কমিশনার(ভূমি) হরেকৃষ্ণ অধিকারী জানান , সরকারের এই মহতি উদ্যোগে ভূমিহীনের মাঝে আশার আলো ফুটেছে। তাদের মাথা গোজার ঠাঁই মিলছে। এত দিন যাদের জমি ও ঘর ছিল না, পথে পথে ঘুরেছেন তারাই এখন নিজের বাড়িতে ঘুমাতে পারবেন।
মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সময় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের বারবার নির্বাচিত সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান,উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মনিরামপুর থানা অফিসার ইনচার্জ নূর-ই- আলম সিদ্দিকী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।