জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ স্মার্টকার্ড (উন্নতমানের এনআইডি) দেবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে তাদের সম্মান জানাতেই এ উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

এজন্য স্মার্টকার্ডের ডিজাইনেও কিছুটা পরিবর্তন আনা হতে পারে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, স্মার্টকার্ডটিতে থাকবে ‘বীর মুক্তিযোদ্ধা’লেখা এবং মুক্তিযোদ্ধার লোগো। এক্ষেত্রে স্মার্টকার্ডের চিপের ঠিক নিচে বীর মুক্তিযোদ্ধা লেখা থাকবে।

আর লোগো থাকবে চিপের ওপরে। তবে স্মার্টকার্ডের এই ডিজাইন এখনো চূড়ান্ত হয়নি। শনিবার (১৮ ডিসেম্বর) এক কমিশন বৈঠকে বিষয়টি চূড়ান্ত হতে পারে। এ বিষয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. নূরুজ্জামান তালুকদার জানিয়েছেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের একটু সম্মানিত করার চেষ্টা আমাদের।

তাদের এতো অবদান, এটুকু আমরা করতেই পারি। যেহেতু এনআইডি কেন্দ্রিক বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। তাই তারা যাতে স্মার্টকার্ড দেখিয়েই নিজেদের পরিচয় নিশ্চিত করতে পারেন, এটাই উদ্দেশ্য।