পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। কেননা দেশের জাতির মধ্যেই আছে অবয়ব বাঙালি।

 

সোমবার (৮ আগস্ট) বিকেলে রাজারবাগ পুলিশ লাইনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, দেশের জাতির মধ্যেই আছে অবয়ব বাঙালি। কিন্তু প্রকৃত অর্থে তারা বাঙালি নয়। এ চ্যালেঞ্জ কিন্তু রয়ে যাচ্ছে। তারা ভেতর থেকে ঘুণে পোকার মত আমাদের খেয়ে কিংবা ধ্বংস ও দুর্বল করার চেষ্টা করছে। এই চ্যালেঞ্জের মধ্যে আমরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতাকে হারিয়েছি। এজন্য তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে সমগ্র জাতিকে। সতর্ক হয়ে আমাদের সবাইকে দায়িত্ব পালন করতে হবে। অবয়বের যারা বাঙালি হয়ে আমাদের ভেতর থেকে খুব খাওয়ার চেষ্টা করছে।

 

পুলিশ প্রধান বলেন, আমেরিকা একটি মাইগ্রেন্ট দেশ। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামল দেখেছি, তারা কতটা জাতীয়তাবাদী। তারা ককটেল জাতি। যা এখন সবাই বুঝতে পারছে।

পরে তিনি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক আরিফুর রহমান।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও মুক্তিযোদ্ধা জাদুঘর পরিচালক তালেবুর রহমান। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্যে দেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।