ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে। শুক্রবার রাতে ও শনিবার সকালে সংঘর্ষের পর বিকেলে বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

সব শিক্ষার্থীদের আজ সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, সংঘর্ষের ঘটনায় ড. মতিউর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কলেজ বন্ধ থাকবে।