অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন আনার চেয়ে মানবদেহে সেটা প্রয়োগ করা কঠিন। আমরা সবাইকে ভ্যাকসিনের আওতায় আনার চেষ্টা করছি। ভারত ছাড়াও অন্য কোন দেশ বা উৎপাদনকারী কোম্পানির কাছে আরো কম দামে ভ্যাকসিন পেলে সেটাও আমরা আনবো। ভারত যেহেতু উৎপাদন করবে আর আমরা তাদের কাছ থেকে কিনবো ফলে দুদেশের ভ্যাকসিনের দাম এক হবে না বরং কম বেশি হওয়াটাই স্বাভাবিক।
আজ বুধবার মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
এছাড়া তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশ এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাবে। কেন না বাংলাদেশ এ সংক্রান্ত তিনটি ক্রাইটেরিয়া ভালভাবেই পূরণ করেছে।
সুত্র: বিডি প্রতিদিন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।