কোনো উৎসবের শুরুতেই নোট জালকারী চক্রের অপতৎপরতা বাড়ে। তাই এ চক্রের হাত থেকে মানুষকে সচেতন করতে প্রতিবারের মতো এবারও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই অংশ হিসেবে সচেতনতা বাড়াতে রমজান মাসে ৫৮টি স্থানে বাণিজ্যিক ব্যাংককে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য-সংবলিত ভিডিওচিত্র প্রদর্শনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট জাল নোট প্রতিরোধে ব্যবস্থা নিতে এ নির্দেশনা জারি করেছে। নির্দেশনাটি দেশে কার্যরত সকল তফসিলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর নিকট পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসজুড়ে বিভিন্ন জেলাসহ বিভাগীয় শহরের জনসমাগমস্থলে বা রাস্তার মোড়ে সন্ধ্যার পর কমপক্ষে এক ঘণ্টা সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করতে হবে।
ব্যাংক শাখাগুলোর গ্রাহকদের জন্য স্থাপিত টিভি মনিটরগুলোতে পুরো ব্যাংকিং সময়ে এই ভিডিও চিত্র প্রদর্শন করা হবে।
এছাড়া সর্তকতার সঙ্গে নোট গ্রহণসহ জাল নোট শনাক্তকারী মেশিন দিয়ে নোট পরীক্ষা করতে হবে। ঈদের ১০ দিন আগে এসব বিষয় পরিপালনের তথ্য প্রতিবেদন আকারে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে বলা হয়েছে।
ঢাকা মহানগরীসহ সারা দেশের ৫৮টি গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও প্রচারের তারিখ ১২, ১৯ ও ২৭ এপ্রিল। একই সঙ্গে স্থান সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট তারিখে সংশ্লিষ্ট ব্যাংককে এ ভিডিওচিত্র প্রদর্শনের উদ্যোগ নিতে নির্দেশনায় বলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।