

কোভিড পরবর্তী নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
প্রধানমন্ত্রী বলেন, ‘কোভিড পরবর্তী বিশ্বে সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত আসলে আমরা কেউই নিরাপদ নই। এজন্য বৈষম্য দূর করা, দারিদ্র্য বিমোচন ও কার্বন নিঃসরণ হ্রাস করে আমাদের গ্রহকে সুরক্ষিত করতে আমাদের বহুপাক্ষিক প্রয়াসকে আরও জোরদার করতে হবে।’
কোভিড পরবর্তী বিশ্বে সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত আসলে কেউই নিরাপদ নয় বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্পেন সরকার আয়োজিত ‘বহুপাক্ষিকতা জোরদারে পদক্ষেপ গ্রহণের আহ্বান’ শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে দেয়া ভিডিও বক্তব্যে এ মন্তব্য করে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টা থেকে যে কোনো বিচ্যুতি বিপর্যয় বয়ে আনবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘কোভিড পরবর্তী বিশ্বে সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত আসলে আমরা কেউই নিরাপদ নই। এজন্য বৈষম্য দূর করা, দারিদ্র্য বিমোচন ও কার্বন নিঃসরণ হ্রাস করে আমাদের গ্রহকে সুরক্ষিত করতে আমাদের বহুপাক্ষিক প্রয়াসকে আরও জোরদার করতে হবে।’

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।