![ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়ায় চলবে ২১টি ফেরি ও ২২টি লঞ্চ](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/07/dkk3456-7.jpg)
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়ায় চলবে ২১টি ফেরি ও ২২টি লঞ্চ
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়ায় চলবে ২১টি ফেরি ও ২২টি লঞ্চ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরি ঘাট শাখার (বাণিজ্য) বিভাগের ব্যবস্থাপক আব্দুল সালাম।
একইভাবে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ পদ্মায় ৮০টি যানবাহন নিয়ে ছোট-বড় পাঁচটি ফেরি আটকা পড়েছে।
পাটুরিয়া ফেরি ঘাট শাখার (বাণিজ্য) বিভাগের ব্যবস্থাপক আব্দুল সালাম জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
যাত্রী ও যানবাহন নিয়ে একটি ফেরি মাঝ নদীতে নোঙর করেছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে। ঘাট কর্তৃপক্ষ জানায়, নৌরুটে রাত ২টা থেকে কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল।
ভোর ৫টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে। এতে নৌরুটের চ্যালেনের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।