নিউজ ডেস্ক
দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে গতকাল ৭টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ (২টি অভিযান, ৫ দপ্তরে পত্র প্রেরণ) করা হয়েছে।
পটুয়াখালীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে নানাবিধ প্রকল্পের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হুসাইনের নেতৃত্বে ০৪ জানুয়ারী সোমবার এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে দুদক টিম দশমিনা উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা ও ল্যাপটপ প্রদান প্রকল্প, ইউনিয়নে ৯টি কালভার্ট ও টিউবওয়েল স্থাপনের প্রকল্প, ভিজিডি কার্ড বিতরণ প্রকল্প এবং করোনাকালে সমাজের বিভিন্ন স্তরে সহায়তা প্রদান প্রকল্প সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে। নথিপত্র যাচাইপূর্বক টিম কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগে ময়মনসিংহ জেলা কার্যালয় হতে অপর একটি অভিযান পরিচালিত হয়।
এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ৫ উপজেলা নির্বাহী অফিসার বরাবর দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।