করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলতি নভেম্বর মাসে দেশজুড়ে তিন কোটি ডোজ টিকা দেওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার দুপুরে গাজীপুরের কাশিমপুর ডিবিএল ফার্মার কারখানা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, ‘প্রত্যেক মাসে ভ্যাকসিন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।
এই মাসেই আশা করি তিন কোটি ডোজ টিকা দেওয়া যাবে।’ ১২ থেকে ১৭ বছর বয়সীদের ভ্যাকসিনেশন কার্যক্রম গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে বলেও এ সময় উল্লেখ করে তিনি।
জাহিদ মালেক বলেন, ‘একজন দিয়ে দেশে করোনায় মৃত্যু শুরু হয়েছিল, গতকালই আমরা সেই একজনে ফিরেছি। এতদিন পর হলেও ভ্যাকসিন ও হসপিটাল সার্ভিসের কারণে মৃত্যু ১-এ নেমে এসেছে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।