জনপ্রশাসন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিবর্তনশীল পৃথিবীতে আমরা আরও পরিবর্তন এনেছি, পাশাপাশি আমাদের করণীয় ঠিক করেছি। কোনটার উপর প্রাধিকার দেব, সেটাও আমাদের সুনির্দিষ্ট করা ছিল। সরকার গঠনের সাথে সাথে আমরা সেইভাবে কাজ করার প্রচেষ্টা চালিয়েছি। প্রথম পাঁচ বছর অল্প সময় চলে গেছে, কিন্তু দ্বিতীয়বার যখন আমি এসেছি তখন আমরা সুনির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট করেই আমরা এগিয়ে যাচ্ছি।’
মঙ্গলবার জনপ্রশাসন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হন।
প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন। করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালের পদক দেওয়া সম্ভব হয়নি। এজন্য ২০২০ ও ২০২১ সালের পদক একসঙ্গে দেওয়া হয়েছে। ২০২০ সালের জন্য ১৫টি এবং ২০২১ সালের জন্য ২০টি জনপ্রশাসন পদক দেওয়া হয়েছে।
পদক প্রদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘যারা ভালো কাজ করবেন, যাদের ভেতরে নতুন নতুন প্রণোদনা আছে বা ইনোভেটিভ আইডিয়া আছে বা দেশের কল্যাণের জন্য যারা কাজ করব্নে, তারা পুরস্কৃত হবেন। সেইভাবেই আমরা জনপ্রশাসন পদক প্রদান করা….. এটা ভালো কাজের স্বীকৃতি …..এবং প্রণোদনা দেওয়ার জন্য আমরা এটা করেছি। ’
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে জনপ্রশাসন নীতির কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় আসতে অনেক সময় লেগেছে এটা ঠিক। কিন্তু সংগঠন হিসেবে আওয়ামী লীগ হিসেবে সবসময় একটা প্রস্তুতি আমরা নিয়েছি। কারণ জাতির পিতা যে আদর্শটা দিয়েছিলেন সে আদর্শটা সামনে নিয়ে আমরা এগোচ্ছিলাম। যার ফলে একটা সরকার যে জনগণের সেবক সেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বলতেন, তো আমরাও সেই নীতিতে বিশ্বাস করতাম। আমরা সেভাবেই চেষ্টা করেছি বাংলাদেশকে এগিয়ে নিতে।’
শেখ হাসিনা জানান, দীর্ঘ ২১ বছর পর ক্ষমতাসীন হয়ে আওয়ামী লীগ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ণ করে, পরবর্তীতে বিশ্ব প্রেক্ষাপট বিবেচনায় তার পরিবর্তনও করা হয়েছে।
তিনি বলেন, ‘সেই সাথে আমরা এটাও লক্ষ্য করেছি, একটা যদি সুষ্ঠু দিক নির্দেশনা না থাকে, যে আমরা কোথাও যাবো, কি করব, কত দূর যাব। আবার সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হয়, তাহলে আমরা অভীষ্ট্য লক্ষে পৌঁছাতে পারি। তো আমরা সেভাবেই আমাদের অর্থনৈতিক নীতিমালাকে সময়োপযোগী করা।
আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হওয়ার পর ‘জনগণের সেবক’ হিসেবে ভূমিকা রাখতে শুরু করেছে বলে মন্তব্য করেন দলটির সভাপতি।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের জনগণ ৭৫’ সালের পর অনুভব করতে পারে যে, সরকার মানে জনগণের সেবক এবং জনগণ সরকারের সেবা পেতে পারে।’
সরকারের কর্মকাণ্ডে জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তাদের কাজের স্বীকৃতি ও মূল্যায়নের জন্য সরকার বেশকিছু পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, ‘যাদের নিয়ে আমরা কাজ করব, তাদের দক্ষতা বৃদ্ধি করা, প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং সঠিক কাজগুলো যেন আমরা করতে পারি, সে ব্যবস্থা নেওয়া। সেই সাথে সাথে কাজের একটা মূল্যায়ন করা বা স্বীকৃতি দেওয়া সেদিকে লক্ষ্য রেখেই আমরা কতগুলো পদক্ষেপ নেই।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।