খুলনার পাইকগাছায় ১০ অসুস্থ্য ও মৃত ব্যক্তির পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ১৭ লাখ টাকার চেক বিতরণ।চেক বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।
বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে পাইকগাছা কয়রার এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু নিজে উপস্থিত থেকে এ সহয়তার চেক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি মোঃ জিয়াউর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজ্জাত হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলী,পাইকগাছা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ।
উল্লেখ্য চেক বিতরণ অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।