- প্রতি উপজেলা থেকে ১ হাজার কর্মীকে বিদেশ পাঠানো হবে: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
বছরে প্রতি উপজেলা থেকে গড়ে এক হাজার কর্মীকে বিদেশে পাঠানোর পরিকল্পনায় কাজ করছে সরকার। আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে দেয়া বাণীতে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক চাহিদার ভিত্তিতে কারিগরি প্রশিক্ষণ, অভিবাসন খরচ কমানো এবং মধ্যস্বত্তভোগীদের জবাবদিহিতায় আনতে সেন্ট্রাল ডেটাবেইজ তৈরি হচ্ছে। কর্মী নিয়োগে অটোমেশন এবং বিভিন্ন ধরনের ডিজিটালাইজড সেবা মিলছে।
বৈশ্বিক মহামারির কারণে দেশে ফেরা কর্মী ও তাদের পরিবারকে সহজ শর্তে বিনিয়োগ ঋণ এবং তাদের জন্য রিইন্টিগ্রেশন কর্মসূচি নেয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।