মাসুদ রানা | মেহেরপুর জেলা প্রতিনিধি

মেহেরপুরে বাড়ি পেলেন ২৮ পরিবার
শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রায়ণ প্রকল্প-২ এর উদ্বোধন করেছেন।

মেহেরপুর জেলায় প্রথম দফায় ২৭ জন বাড়ি পেয়েছেন। এর মধ্যে মেহেরপুর সদরে ১৬, গাংনী উপজেলায় ৭ ও মুজিবনগর উপজেলায় ৪ গৃহহীন পরিবার পেলেন নতুন বাড়ি।

প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার পর মেহেরপুর জেলার ৩ উপজেলার ২৮ জন উপকারভোগীর মাঝে এসব বাড়ির দলিল হস্তান্তর করেন উপজেলা প্রশাসন।

মুজিবনগর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি নাজমুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নাসির উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি

মো. জিয়াউদ্দীন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্রাচার্য্য, মুজিবনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা প্রমূখ।