বেগম রোকেয়া দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখা হাসিনা বলেন, তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধীদের চাকরি দিলে সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনা দেওয়া হবে বলে। নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য আজ ৫ জন নারীকে বেগম রোকেয়া পদক ২০২১ প্রদান করেন প্রধানমন্ত্রী।
গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক সময় অটিস্টিক বা প্রতিবন্ধী শিশু জন্ম নিলে বাবা-মা তাদের লুকিয়ে রাখতো, বলতে পারতো না এবং মা জন্ম দিলো কেন—মাকেও পরিবারে অনেক সময় লাঞ্ছিত হতে হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু জন্ম নিলে তাকে স্বামী তালাক দিয়ে দিয়েছে বা আরেকটা বিয়ে করেছে।
এই অবস্থার বিরাট পরিবর্তন সায়মা ওয়াজেদ আনতে পেরেছে। এখন আর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে কেউ লুকিয়ে রাখে না, বরং গর্বে সঙ্গে বলে। প্রধানমন্ত্রী বলেন, আজ আমার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন। সবার কাছে দোয়া চাই। সে অটিস্টিক এবং প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।