বীর মুক্তিযোদ্ধা শহীদ জামাল উদ্দিন খাঁনসহ পাঁচ শহীদের ৪৯তম শাহাদাৎ বার্ষিকী পালন সফল করার লক্ষ্যে নেংগুড়াহাটে প্রস্তুতি সভা
উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস॥ আগামী ১৩ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা শহীদ জামাল উদ্দিন খাঁনসহ পাঁচ শহীদের ৪৯তম শাহাদাৎ বার্ষিকী পালন সফল করার লক্ষ্যে মণিরামপুর উপজেলার নেংগুড়াহাট শহীদ জামাল স্মৃতি সংসদে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি আয়োজন করবেন মণিরামপুর উপজেলার নেংগুড়াহাট শহীদ জামাল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা, নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজের সভাপতি ও প্রধান নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম খাঁন। এ অনুষ্ঠান এবার নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজের মাঠে অনুষ্ঠিত হবে। শনিবার সকালে নেংগুড়াহাটের গৌরিপুর শহীদ জামাল স্মৃতি সংসদের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও নেংগুড়াহাট শহীদ জামাল স্মৃতি সংসদের যুগ্ম সম্পাদক ও চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহম্মেদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নেংগুড়াহাট শহীদ জামাল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা, নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজের সভাপতি ও প্রধান নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম খাঁন।
এছাড়া উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শহীদ জামাল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অরুণ সরকার, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক পরিতোষ সরকার, শহীদ জামাল স্মৃতি সংসদের সদস্য লুৎফর রহমান, জিয়াউর রহমান, শহিদুল ইসলাম খান, তাজু হোসেন, ডাঃ মাসুদ রানা, শেখ ফজলুর রহমান, আব্দুল হাই, চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক সৌমিক হক অনিক, নাজমুল হাসান সবুজ, আবু তৈয়েব টুটুল, ছাত্রলীগের সদস্য আব্দুস সালাম মিন্টু, বিপ্লব হোসেন, আবু সাঈদ প্রমূখ। উল্লেখ্য, সভায় অরুন সরকারকে আহবায়ক ও রাজু আহম্মেদ এবং পরিতোষ সরকারকে যুগ্ন-আহবায়ক করে ৩১ সদস্য কমিটি করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খেঁচুড়ী বিতরণ করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।