মাগুরা প্রতিনিধিঃ আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। ইতিহাসের এই দিনে বাঙালি জাতি অনেক ত্যাগ আর সংগ্রামের বিনিময়ে পাকিস্তানি দোসরদের হাত থেকে স্বাধীনতা অর্জন করে। যাঁদের অক্লান্ত পরিশ্রম আর আত্মদানের মাধ্যমে আমরা পেয়েছি মুক্ত ভাবে চলার ও বলার স্বাধীনতা।তাই প্রতি বছরের ন্যায় এবছরও মাগুরার মহম্মদপুর উপজেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই মহান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক এ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় সকলকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পাল মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী।উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ দবির হোসেন ও মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব এ্যাড. আব্দুল মান্নান,মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মোছাঃ বেবি নাজনীন, মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শওকত বিপ্লব রেজা বিকো,মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া সহ মহম্মদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীরমুক্তিযোদ্ধার পরিবারবর্গ। এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে উপস্থিত সকল বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বীরমুক্তিযোদ্ধার পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।