সোমবার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. এ কে আব্দুল মোমেন একথা বলেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান ও সিনেটরদের সঙ্গে নানা বিষয়ে আলাপ হয়েছে। তবে কেউই আল জাজিরার প্রতিবেদন প্রসঙ্গে কোনো কথা তোলেননি।
তিনি জানান, ভয়েস অব আমেরিকা, আমেরিকার সময়, আমেরিকা প্রতিদিন, আমেরিকার বাংলাটিভিসহ আরো দু’একটা টিভি এটা নিয়ে প্রশ্ন করেছে। আমরা বলেছি, আল জাজিরা একটা নাটক লিখেছে। তবে তারা নাটকে এত ভুল তথ্য দিয়েছে যে তা একেবারেই বেমানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন তিন দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার ঢাকায় ফিরেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।