রাজনীতির পরিবর্তন ও আমার সমাজ ব্যবস্তা।
জন্ম নেওয়ার আগে থেকে লড়াই, অবাক হলেও সত্যি। বলছি বাংলাদেশের কথা।
যার জন্ম ১৯৭১ সালে। ১৯৪৭ সালে ভারত বিভক্ত হয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম। শুরুটা সেখান থেকে শেরে বাংলা এ কে ফজলুল হক, ভাসানী, বঙ্গবন্ধু সহ জাতীয়’র অনেক বীর সন্তানরা। রাজনীতিতে নতুন করে স্বপ্ন দেখে নিজস্ব রাষ্ট্র নিজেদের স্বাধীনতা। আন্দোলন, সংগ্রাম, জেল জুলুম, মৃত্যু তবুও একটা উদ্দেশ্য স্বাধীন রাষ্ট্র চায়। ৭ কোটি মানুষের ভাত ও মৌলিক অধিকার চায়! ইতিহাস স্বাক্ষী ৯ মাস রক্ত ক্ষীয় যুদ্ধ মা বোনের সম্মান হানি ( কিছু বাঙালী আজও লজ্জা হীন সাপোর্ট)।
স্বাধীন রাষ্ট্রের জন্ম রাজনীতির পথ পরিবর্তন জাতীয় নেতাদের হত্যা। শুরু হলো অশুভ রাজনীতি চর্চা যা দিনে দিনে কৌশল পরিবর্তন করে করে আজকের রাজনীতি। ১৯৭১সালের পূর্ব নীতি ভুলতে শুরু হলো রাজনীতির চর্চায়। রাষ্ট্র নয় নিজ স্বার্থে রাজনীতি।
সময়ের সাথে পরিবর্তন হতে হতে আজ আমলাতান্ত্রিক, কেন্দ্রীয় নেতা, এম, পি ও মন্ত্রী হওয়ায় এখন রাজনীতির মূল উদ্দেশ্য।
আমালা বা রাজনৈতিক নেতার হাজার কোটি টাকা চা নাস্তার খরচ। তাহলে বলা চলে দেশের অর্থনীতিক পরিবর্তন এসেছে।
সামাজিক দায়বদ্ধতা কে একপাশে রেখে সামাজিক পরিবর্তন ও কম হয়নি।
১৯৭১ সালের আগে সামাজিক সম্মানের সব টুকু পাওয়ার অধিকার ছিল রাজনীতি চর্চা করা মানুষের, কার কত টাকা আছে এটার বিবেচনা করা হত না।
রাজনীতির পরিবর্তনের সাথে সাথে সামাজিক এই পরিবর্তন অস্বাভাবিক কিছু না।
জাতীয় নেতাদের হত্যার সাথে সাথে হত্যা করা হয় সামাজিক দায়বদ্ধতা, সামাজিক মূল্যবোধ। যার ফল সরুপ আজকের সমাজ টাকার সমাজ অমানবিক সমাজ। তবে সেটা সকল ক্ষেত্রে নয় না।
সামাজিক পেক্ষাপট কে কতটি নতুন বাড়ি করল? কে কত টি গাড়ি নিল? কে কত টাকা মন্দির মসজিদ তৈরি টাকা দিল? কে কত টাকা খরচ করে কুরবানির দেওয়া থেকে শুরু করে সামাজিক কাজ করল ??
সমাজ সামাজিকতার এতটায় পরিবর্তন যে দেশের হাজার কোটি টাকা লুট, মাসজিদ মন্দিরে টাকা লুট গরিব মানুষের আবেগ ব্যবহার করে তাদের রক্ত কে জুস বানিয়ে পান করা।
এ গুলো এখন সমাজের অনেক সম্মানীয় কাজ।
সর্বপরি মোঃ নুরুল ইসলাম, বাটিয়ামারা কুমার খালি তার একটি কথা।
আমাদের সংস্থায় আসা ধর্ষিতা নারীদের যৌন অঙ্গ ছিল ক্ষত-বিক্ষত,অনেকে যৌন অঙ্গের এমন অবস্থায় করা হয়েছিল তা বলা অনেক কঠিন।
২৩ জন সম্পূর্ন উলঙ্গ করে করে নিয়ে যাচ্ছে পাক আর্মিরা ঘটনা ১৮ ডিসেম্বর মিরপুর।
– বিচারপ্রতি এম কে সোবহান।
আমাদের রাজনীতি ও সমাজ এমন হাজার হাজার বাস্তবা কে ভুলে গিয়ে কোন রাজনীতি ও সমাজ চর্চা করে!
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।