সাতদিনের সফরে আগামী ১২ নভেম্বর নিজ জেলা কিশোরগঞ্জ আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
এ সময় রাষ্ট্রপতি কিশোরগঞ্জের মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা ও কিশোরগঞ্জ সদর সফর করবেন। সফরসূচি অনুযায়ী জানা গেছে, ১২ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছাবেন।
মিঠামইনে নিজ বাড়িতে রাত্রিযাপন শেষে পরদিন দুপুর আড়াইটায় অষ্টগ্রাম যাবেন।
বিকালে অষ্টগ্রামের উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি অষ্টগ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময় করবেন। পরে তিনি মিঠামইনে ফিরে কামালপুর গ্রামের নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।