মোস্তফা কামাল, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালি নয়, সারা বিশ্বের নিপীড়িত শোষিত মানুষের পক্ষে আজীবন লড়াই-সংগ্রাম করে গেছেন। মানুষের ন্যায্য অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন। সাধারণ মানুষ ছিল তার সবচেয়ে আপনজন। শেখ হাসিনার ধমনিতেও বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত, তিনিও জানেন কীভাবে মানুষকে আপন করে নিয়ে গরীব-দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হয়।’ ‘আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য আমরা হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছি।

আর আমরা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ আমরা বঙ্গবন্ধুর যোগ্য কন্যা শেখ হাসিনাকে পেয়েছি, যিনি এ জাতির দায়িত্ব কাঁধে নিয়েছেন। পিতার দর্শন, আদর্শ বুকে ধারণ করে তার স্বপ্ন বাস্তবায়ন করে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে সকল বাধা উপেক্ষা করে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।’ তিনি আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য বাঙালির জাতির পিতার আসনে তিনি অধিষ্ঠিত হয়েছেন। তার দীর্ঘ সংগ্রামী জীবনের ফসল এই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।’ সোমবার সন্ধ্যায় কেশবপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে আওয়ামীলীগ দলীয় কার্য্যালয়ের সম্মুখে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহার পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউর হাসান হ্যাপী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অলোক সরদার, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ইউপি চেয়ারম্যান মশিউর রহমান সাগর ও সাবেক যশোর জেলা আওয়ামী লীগনেতা রেজাউল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, পৌর সভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী মোড়ল, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌর যুবলীগনেতা আসাদুজ্জামান মিন্টু, পৌর ছাত্রলীগনেতা সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, যুগ্ম-সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, যুগ্ম-সম্পাদক সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, বিদ্যান্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, শহীদ ফ্লাইট লেঃ মাসুদ মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মশিউর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ খাতুন, উপজেলা যুবমহিলালীগের সভাপতি মিনুরানী হালদার, সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ প্রমুখ।