![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/ec203da5-05e2-4716-875c-6fedf15ca4ee_wl.jpg)
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত
বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া ৬৩ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
এর আগে, গত ২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা প্রজ্ঞাপনে তাদেরকে পদোন্নতি দেওয়া হয়। যে সব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে,
সে সব এলাকায় তফসিলের মেয়াদ শেষে বদলির আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এদিকে, পৃথক একটি প্রজ্ঞাপনে, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।