শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি শেষ হচ্ছে ১১ সেপ্টেম্বর। এরপর স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিতে পারে শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে এমন ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে শিক্ষামন্ত্রনালয় সংশ্লিদের আভ্যন্তরীণ বৈঠক রয়েছে আজকে। বৈঠকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় ও করোনা মোকাবেলায় সরকারের গঠিত পরামর্শক কমিটি মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দ্রুত স্কুল খুলতে আজ রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে এক সভায় বসতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
এরপর তা অনানুষ্ঠানিকভাবে জানানো হবে। বৈঠকে শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী, সচিব, মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন অধিদপ্তর ও বিভাগের প্রধানরা উপস্থিত থাকবেন। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি, করোনা মোকাবেলায় সরকার গঠিত জাতীয় পরামর্শক কমিটিসহ সংশ্লিষ্ট দপ্তর প্রধান উপস্থিত থাকবেন। তার আগে গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে শেষে শিক্ষা মন্ত্রণালয়ের থেকে জানানো হয়, করোনা মহামারির কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
করোনা পরিস্থিতি সন্তোষজনক থাকলে এরপর ধাপে ধাপে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। ওই বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আলোচনা হলেও স্কুল কলেজ খোলার ব্যাপারে পরবর্তী বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয় বৈঠক থেকে। বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৫ অক্টোবরের মধ্যে শর্ত সাপেক্ষে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় খোলা যেতে পারে।
এজন্য কোন বিশ্ববিদ্যালয় কতজন শিক্ষক-শিক্ষার্থী টিকা নিয়েছেন (প্রথম-দ্বিতীয় ডোজসহ বিস্তারিত) তার তথ্য ছক আকারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠাতে হবে। Poland aero Copy video url Play / Pause Mute / Unmute Report a problem Language Mox Player ADVERTISEMENT উল্লেখ্য, ২০২০ সালে ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ১৭ মার্চ থেকে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর গত ১৭ মাসে মোট ২২ দফা ছুটি বাড়ানো হয়েছে। এর মধ্যে ২৪ মে ও ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিয়েও করোনার ঊর্ধ্বগতির কারণে তা সম্ভব হয়নি। সবশেষ ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।