শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে আবারো পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে বিআইডাব্লিউটিসি’র ফেরি কুঞ্জলতা নিয়ে একটি পর্যবেক্ষক দল বাংলাবাজার ঘাটের উদ্দেশে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়।
বিআইডব্লিউটিসি’র পরিচালক (বাণিজ্য) আশিকুজ্জামান জানিয়েছেন, আজ সকালে ২৯টি মোটরসাইকেল এবং ৫টি ছোট গাড়ি নিয়ে এই পরীক্ষামূলক যাত্রা শুরু হয়। পরীক্ষায় সফল হলে আগামীকাল থেকে আবারো ফেরি চলাচল শুরু হবে।
পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে গত ১১ তারিখ থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। স্রোতের কারণে ফেরির ধাক্কায় পদ্মাসেতুর ক্ষতির আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরীক্ষামূলক চলাচল সফল হলে নিয়মতিভাবে ফেরি চলবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।