দেশকে যদি আমরা ভালোবাসতাম, তাহলে আজকে মাঠ দখল হতো না, ফুটপাত দখল হতো না, খালের জায়গা দখল হতো না। আমরা মুখে বলি- সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সঙ্গে সঙ্গে আবার জায়গাও দখল করি।
সোমবার রাজধানীর গুলশানে শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএনসিসি মেয়র বলেন, যাঁরা মাঠ, ফুটপাত ও খালের পাড় অবৈধভাবে দখল করেছেন, তাঁদের বলতে চাই নিজেরা অবৈধ দখল সরিয়ে নিন।
নইলে বুলডোজার যখন যাবে, তখন কিন্তু আর সীমানা মাপা হবে না যে, কতখানি দখল করেছেন, কতখানি বৈধ জায়গা। আমরা অভিযান পরিচালনা করব। পর্যায়ক্রমে সব অবৈধ দখল উদ্ধার করব।
এ বিষয়ে মেয়র বলেন, মহান স্বাধীনতার অন্যতম সংগঠক শহীদ তাজউদ্দীন আহমদের নামে পার্কটির নামকরণ করতে পেরে ডিএনসিসি কৃতার্থ।
মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস, জাতীয় চার নেতার ইতিহাস সবাইকে জানতে হবে। শহীদ তাজউদ্দীন আহমদের স্মৃতি রক্ষার্থে এই পার্ক ভূমিকা রাখবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।