সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর সেই ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড শুরুর ৬২ ঘণ্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। এখনেও বিভিন্ন কনটেইনারে জ্বলছে আগুন।

ডিপো থেকে এখনও ধোঁয়া উঠছে। আগুন নেভাতে আপ্রাণ কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টা পর্যন্ত ডিপোর ভেতরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও নন্দনকানন স্টেশনের ৩টি ইউনিট কাজ করছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, বিভিন্ন কনটেইনারে আগুন জ্বলছে। আমরা চেষ্টা করে যাচ্ছি আগুন নিয়ন্ত্রণে আনার। কোন কনটেইনারে রাসায়নিক আছে তা বলতে না পারায় আমাদের সাবধানতার সঙ্গে কাজ করতে হচ্ছে।

তারপরও আমাদের চেষ্টা অব্যাহত আছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি বিএম ডিপোতে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা।