এগিয়ে চলছে কর্ণফুলী টানেল,২য় টিউব বসানোর কাজ শুরু হচ্ছে আজ।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
কর্ণফুলী টানেলে বদলে যাবে চট্টগ্রাম। বদলে যাবে দেশের অর্থনীতি। বৈপ্লবিক পরিবর্তন আসবে শিল্প-কারখানা ও পর্যটন শিল্পের। এরই মধ্যে টানেলের কাজের অগ্রগতি ৬১ শতাংশ।
আজ শুরু হচ্ছে দ্বিতীয় টিউব বসানোর কাজ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ২০২২ সালের মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
এ টানেল দিয়ে বছরে প্রায় ৬৩ লাখ গাড়ি চলাচল করবে বলে ধারণা করা হচ্ছে।
টানেলের অন্যান্য কাজও চলছে দ্রুততার সঙ্গে। টানেলে বৈদ্যুতিক সাবস্টেশন বসানোর কাজ শেষ হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে সাবস্টেশন দুটি জাতীয় গ্রিডে যুক্ত হবে।
সংযোগ সড়ক, সেতু ও ওভারপাস তৈরির কাজও চলছে পুরোদমে।
চীনের সাংহাই নগরীর আদলে চট্টগ্রাম শহর ও আনোয়ারাকে ‘ওয়ান সিটি টু টাউনের আদলে কর্ণফুলী নদীতে তৈরি হচ্ছে টানেল। এক প্রান্তে আনোয়ারার ভারী শিল্প এলাকা। অন্য প্রান্তে চট্টগ্রাম নগরী, বিমান ও সমুদ্রবন্দর।
বিভক্ত দুই প্রান্তকে যুক্ত করতে কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার।
৩ দশমিক ৪ কিলোমিটার টানেল নির্মাণ প্রকল্পটি ২০১৫ সালের নভেম্বরে অনুমোদন পায়। বাংলাদেশ সরকার ও চাইনিজ এক্সিম ব্যাংক যৌথভাবে অর্থায়ন করছে। ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৩৭৪ কোটি ৪২ লাখ টাকা।
সব কিছু ঠিক থাকলে আগামী ২০২২ সালের মধ্যে টানেলটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।