করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম জানিয়েছেন, নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ততো বেশি ক্ষতি করে না এ ধারণাটি ভুল।
এ বিশ্বাসের কোনো কারণ নেই। বুধবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ব্রিফিংয়ে এ সতর্ক করা হয়। মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের পর সারাবিশ্বে ৫ লাখ মানুষ মারা গেছে।
দেশে মৃত্যুহার কমাতে সবাইকে মাস্ক পরার নির্দেশ দেন। বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে টিকাদানের হার আশাব্যঞ্জক বলে জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।