কভিড পজিটিভ রোগীদের লক্ষণ প্রকাশের ১০ দিন পর্যন্ত আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে কভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। একই সঙ্গে বলেছে, কভিড রোগীর সংস্পর্শে এলেও কারো মধ্যে করোনার উপসর্গ না থাকলে তার কোয়ারেন্টিনের প্রয়োজন নেই। পরামর্শক কমিটি সারা দেশে সবার জন্য বিনা মূল্যে মাস্ক সরবরাহেরও সুপারিশ করেছে। গতকাল বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি এই পরামর্শ দেয়। কভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. সহিদুল্লা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটির ৫৩তম এই সভা জুম প্ল্যাটফর্মে মঙ্গলবার রাত ১০টায় অনুষ্ঠিত হয়।
সভায় এই ভাইরাসের সাম্প্রতিক ক্রমবর্ধমান সংক্রমণ বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ ও আলোচনা হয়। আলোচনা শেষে সভায় সরকারকে পাঁচটি সুপারিশ করা হয়েছে। এগুলো হলো কভিড পজিটিভ রোগীরা লক্ষণ প্রকাশের ১০ দিন পর্যন্ত আইসোলেশনে থাকবে। এ ছাড়া নিশ্চিতভাবে কভিড-১৯ রোগীর সংস্পর্শে এসেছে এমন ব্যক্তি, যাদের কোনো উপসর্গ নেই তাদের কোয়ারেন্টিনের প্রয়োজন নেই। তবে তাদের ‘টাইট মাস্ক’ পরিধান নিশ্চিত করতে হবে।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।