করোনার টিকা পেতে নিবন্ধন করেও এসএমএস যারা পায়নি, তাদের জন্য সুখবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে কেন্দ্রে গেলেই দেওয়া হবে টিকা, লাগবে না কোনো এসএমএস।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এতথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।
শামসুল হক বলেন, ‘কেউ টিকার জন্য নিবন্ধন করেও এসএমএস না পেয়ে থাকলে, তারা যেন এসএমএসের জন্য অপেক্ষা না করেন। সরাসরি নির্ধারিত কেন্দ্রে গেলেই তাদের টিকা দিয়ে দেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘এখন থেকে এসএমএস পাওয়ার কোনো দরকার নেই। প্রত্যেকটি কেন্দ্রকেই এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে যেন এসএমএস দিয়ে দেওয়া হয়। কোনো এসএমএস এখন আর আটকে থাকবে না। যদি কেউ বাকি থাকেন, তাহলে কেন্দ্রে গিয়ে টিকা নিয়ে নেবেন।’
ডা. শামসুল হক বলেন, ‘২৬ ফেব্রুয়ারি আমরা বড় আকারে একটি টিকা কর্মসূচি পরিচালনা করব। ওই দিন যদি এক কোটিরও অধিক মানুষ প্রথম ডোজ নিতে আসে, সেটিও আমরা দেব। আমাদের সেরকম প্রস্তুতি রয়েছে। ২৬ ফেব্রুয়ারির পর প্রথম ডোজের টিকা কার্যক্রম বন্ধ রাখা হবে। এরপর দ্বিতীয় ও বুস্টার ডোজের কার্যক্রম অব্যাহত থাকবে। কারণ দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজও একটি বড় টার্গেট, এটিও আমাদের পূরণ করতে হবে।’
টিকা কর্মসূচীর পরিচালক বলেন, ‘টিকা নিলেও সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বারবার হাত ধুতে হবে। এতে নিজে যেমন সুরক্ষিত থাকবেন, তেমনি অন্যকেও সুরক্ষিত রাখতে অবদান রাখবেন।’
নিকটস্থ কেন্দ্রেই পাওয়া যাবে টিকা জানিয়ে এ কর্মকর্তা বলেন, ‘টিকা নিতে আসলে সঙ্গে একটা কার্ডও আমরা দিয়ে দেব। যেটি সার্টিফিকেট হিসেবে কাজ করবে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।