করোনায় আক্রান্ত বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে লেখক মনি হায়দার রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শামসুজ্জামান খান ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে গত পাঁচ দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১১ এপ্রিল শামসুজ্জামান খানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।