করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার (১৮ আগস্ট) বিকালে গুলশানের বাসা ফিরোজা থেকে তার গাড়িবহর রওনা হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করবেন চেয়ারপারসন খালেদা জিয়া।
এ জন্য তিনি বাসা থেকে বিকাল ৪টায় রওনা দেন। ভ্যাকসিন করোনা করে তিনি বাসায় ফিরে আসবেন। এর আগে গত ১৯ জুলাই শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে করোনার প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন ৭৬ বছর বয়সী খালেদা জিয়া।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।