গত শনিবার রাত থেকেই দেশজুড়ে গ্যাসের তীব্র সংকট দেখা দেয়। এদিকে গ্যাস সংকটের মধ্যেই পবিত্র মাহে রমজান মাস শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। তবে ২/১ দিনে মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছে পেট্রোবাংলা।
জানা গেছে, গ্যাস সংকট আরও ৬/৭ দিন থাকতে পারে। গ্যাস না থাকায় বন্ধ হয়ে গেছে রফতানিমুখী অনেক শিল্পকারখানার উৎপাদন। সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জের অধিকাংশ শিল্পকারখানায় গতকাল রোববার (৩ এপ্রিল) সকাল থেকেই গ্যাসের চাপ কম ছিল। জানা যায়, দেশের সবচেয়ে বড় গ্যাস উৎপাদনকারী বিবিয়ানা গ্যাসক্ষেত্রের সরবরাহ লাইনে হঠাৎ বালুর উপস্থিতির কারণে শনিবার রাত দেড়টার দিকে ছয়টি কূপের উৎপাদন বন্ধ করে দেয়া হয়।
এ বিষয়ে গতকাল জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিবিয়ানা গ্যাস ফিল্ডে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ দেখা দিয়েছে। খুব দ্রুততম সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে আশা করা যাচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।