চট্টগ্রাম থেকে হজের প্রথম ফ্লাইট আজ মঙ্গলবার (২৩ মে) সৌদি আরব গেছে। ৪১৯ জন যাত্রী নিয়ে ভোর ৫টায় মদিনার উদ্দেশে ফ্লাইটটি রওনা করে।
এবারের হজ মৌসুমে চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের ২২টি ডেডিকেটেড ফ্লাইট মদিনা ও জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে। এসব ফ্লাইটে ১০ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করা হবে।
বাংলাদেশ বিমানের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক সজল বড়ুয়া জানান, চট্টগ্রামের হজযাত্রীদের সুষ্ঠুভাবে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নানা দিকনির্দেশনাও দেওয়া হয়েছে। হাজীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে পবিত্র হজ পালন করতে পারেন, সেজন্য আমরা বদ্ধপরিকর।
তিনি আরও জানান, এ বছর চট্টগ্রাম থেকে ১০ হাজারের বেশি যাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন। চট্টগ্রাম থেকে যেসব ডেডিকেটেড ফ্লাইট রয়েছে, সেগুলো চট্টগ্রাম থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনা রুটে চলাচল করবে।
শাহ আমানত বিমানবন্দরের স্টেশন ম্যানেজার উইং কমান্ডার তাসলীম আহমেদ জানান, হজযাত্রীদের হয়রানিমুক্ত যাত্রা নিশ্চিত করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।