আশিকুর রহমান, আদনান জবি প্রতিনিধিঃ আজ (৭ অক্টোবর ২০২১-বৃহস্পতিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট ও বিভাগে শিক্ষার্থীবৃন্দের স্বশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ শিক্ষার্থীবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
এছাড়াও তিনি বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের পরীক্ষার হল পরিদর্শন করেন এবং পরীক্ষা চলাকালীন সময়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় সকল প্রকার স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন।
পরীক্ষা পরিদর্শনকালে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ, প্রক্টর এবং সহকারী প্রক্টরবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, শিক্ষার্থীদের জন্য আজ থেকে পরিবহনের বাস গুলো চালু করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ছয়টা পয়তাল্লিশ মিনিটে বাস গুলো বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে। দীর্ঘ সময় পর নিজের ক্যাম্পাসে শিক্ষার্থীরা ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।