![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/01/088d07e7-dab0-445f-8d1a-e682befb1a2d_wl.jpg)
বিএনপির সমালোচনা করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি একজন দুর্নীতিবাজকে দলের নেতা বানিয়েছে। এটা করে বিএনপি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির করোনা প্রতিরোধ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমে দেখলাম রোববার (৩০ জানুয়ারি) বিএনপির একটি সভা হয়েছে। সেই সভায় ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেছে বিদেশে পলাতক আসামি তারেক রহমান। আমি গণমাধ্যমকে স্মরণ করিয়ে দিতে চাই হাইকোর্টের নির্দেশ আছে তারেক রহমানের কোনো সংবাদ গণমাধ্যমে প্রচার করতে পারবে না। এটা করা হাইকোর্টের নির্দেশের বরখেলাম। তিনি আরও বলেন, এই টিকা নিয়ে বিএনপি নেতারা নানা বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন, বিরোধিতা করেছেন। ভারত থেকে আনা টিকায় কোনো কাজ হবে না। ভারত বিরোধিতার নামে করোনার টিকারও বিরোধিতা করেছে। সমালোচনা করে আবার তারা প্রকাশ্যে-অপ্রকাশ্যে টিকা নিয়েছেন। দেশে টিকার কোনো সঙ্কট নেই। এখন তাদের ক্ষমা চাওয়া উচিত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।