নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সোমবার (২৮ মার্চ) দেশজুড়ে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল শুরু হয়েছে। সকালের শুরুতেই রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও অবরোধ করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিবিবির নেতাকর্মীরা। এতে প্রচন্ড যানজটের তৈরি হয়েছে রাজধানীজুড়ে।

সোমবার (২৮ মার্চ) সকালে রাজধানীর এয়ারপোর্ট সড়ক, খিলক্ষেত, নতুনবাজারে প্রচন্ড যানজটের চিত্র দেখা যায়। সকাল থেকেই অফিসগামী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। অন্যান্য দিনের তুলনায় সড়কগুলোতে গাড়ির প্রচন্ড চাপ দেখা গেছে। থেমে থেমে গাড়ি চলছে। যথা সময়ে অফিসে পৌঁছতে পায়ে হেটে রওনা দিচ্ছে যাত্রীরা।

তারা বলেন, হরতাল দিলেই তো আর দ্রব্যমূল্যের দাম কমবে না। সরকার যদি উদ্যোগ নেয় তাহলে সব কিছুর দাম কমবে। সমস্যার সমাধান হবে। এভাবে হরতাল শুধু সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়াবে। আমাদের তো নিয়মিত অফিস করতে হবে। চাকরি করতে হবে। এছাড়া তো উপায় নেই।

 

 

কলমকথা/ বিথী