খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যেদিন একজন বাঙালিও না খেয়ে থাকবে না, দু’বেলা খেতে পারবে সেদিন বুঝব দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।
দেশে এখন একজন মানুষও না খেয়ে থাকে না। কৃষিবান্ধব সরকারের কৌশল ও কৃষকের কঠোর পরিশ্রমের ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সাপাহার উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মুক্তমঞ্চে অনুষ্ঠিত ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা প্রদানকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে বাংলাদেশ আগামীতে বিশ্বের অন্যতম দেশের কাতারে গিয়ে দাঁড়াবে। তাই শেখ হাসিনার উক্তি ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’।
দেশের অর্থনৈতিক উন্নতির অন্যতম পন্থা হচ্ছে কৃষি। এ জন্য কৃষকের উৎপাদিত পণ্যের নায্যমূল্য দিচ্ছে সরকার। সরকার সবসময় দেশের কৃষককে নিয়ে গর্ববোধ করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।