দেশের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকাল সোমবার (৩১ জানুয়ারি) এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে সপ্তাহের শেষ নাগাদ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, মঙ্গলবারের (১ ফেব্রুয়ারি) পর থেকে রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে।

এতে ধীরে ধীরে শৈত্যপ্রবাহের এলাকাও কমতে শুরু করবে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার থেকে ফের গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গতকাল সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

কলমকথা/বি সুলতানা