পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ মঙ্গলবার এক শোকবার্তায় স্পিকার মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শােকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আজ মঙ্গলবার সকালে বর্ষীয়ান রাজনীতিবিদ পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙা মৃত্যুবরণ করেন। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কারমাইকেল কলেজ ছাত্রসংসদের সাবেক এজিএস হিসেবে অতীতে দায়িত্ব পালন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।